করোনায় সিকদার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক
- by নিজস্ব প্রতিবেদক
সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় মারা যান তিনি।
সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার
জানা যায়, করোনায় আক্রান্ত হওয়ার পর দুবাইয়ের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দেশের প্রখ্যাত এ ব্যবসায়ী। তার মরদেহ দেশে আনা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, সিকদার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক শোকবার্তায় এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
করোনায় সিকদার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
প্রথম প্রজন্মের ব্যাংক ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদার। ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম বুলবুল গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের চেয়ারম্যানের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন